নোয়াখালীতে ১৪৪ বোতল বিদেশি বিয়ারসহ আটক ১


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে ১৪৪ বোতল বিদেশি বিয়ার ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মুরাদ হোসেন বাবুকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার সময় উপজেলার পরোকোর্ট ইউনিয়নের হোসেনপুর থেকে তাকে আটক করা হয়। আটক মুরাদ হোসেন নারায়ণগঞ্জের সহিদ হোসেনের ছেলে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল খায়ের জাগো নিউজকে জানান, সোমবার রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি প্রাইভেট কার কুমিল্লার কুচয়া হয়ে চাটখিলে প্রবেশ করবে। এ সংবাদ পেয়ে তারা চাটখিলের শেষ সীমান্তে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একটি প্রাইভেট কার দ্রুত বেগে চাটখিল প্রবেশ করলে পুলিশ তার পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারটি পোরকোর্ট ইউনিয়নের হোসেনপুরে এক বাড়িতে ঢুকে পড়ে।

পরে পুলিশ সে বাড়িতে অভিযান চালিয়ে প্রাইভেট কারটি আটক করে এবং গাড়িটি তল্লাশি করে ১৪৪ বোতল বিদেশি বিয়ার (রয়াল) আটক করে। এ সময় মাদক ব্যবসায়ী মুরাদ হোসেন বাবুকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরো দুজন পালিয়ে যায়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু স্বীকার করে তারা বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকা থেকে এসেছেন। পথিমধ্যে বিভিন্ন স্থনে অনেকগুলো বিক্রি করা হয়েছে। বাকীগুলো চাটখিল হয়ে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগে বিক্রয় করার জন্য নিচ্ছিলো।

এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিজানুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।