ঝিনাইদহে ৬ মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ : পরিবারে হতাশা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ৬ মুক্তিযোদ্ধার মাসিক চালু ভাতা হঠাৎ করে বন্ধ করে দেয়া হয়েছে। ফলে তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। ঈদের মাত্র ২ দিন বাকি থাকলেও টাকার অভাবে তারা ঈদ করতে পারছেন না। ঈদের আনন্দ পরিবারে কাছে নিরানন্দ হয়ে দেখা দিয়েছে।
এসকল মুক্তিযোদ্ধারা হলেন, জেলার শৈলকুপার দুধসর গ্রামের মরহুম গোলাপদি বিশ্বাসের ছেলে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাইল হোসেন। যার মুক্তিযোদ্ধা গেজেট নম্বর ১২৮২, লাল মুক্তিবার্তা নম্বর ০৪০৯০৩০১০৭, ভারতের বিহার চাকুলিয়া গেরিলা নম্বর ৪৮৭৫২ ও জাতীয় তালিকা নম্বর ২৪৪। একই গ্রামের মৃত আব্দুল গফুর বিশ্বাসের ছেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন তার গেজেট নম্বর ১২৮১, লাল মুক্তির্বাতা নম্বর ০৪০৯০৩০১০২, ভারতের বিহার চাকুলিয়া গেরিলা নম্বর ৪৮৬৭৩, জাতীয় তালিকা নম্বর ১২৮৮। শৈলকুপার বগুড়া গ্রামের মৃত জনাব আলী খানের ছেলে মনোয়ার হোসেন তার গেজেট নম্বর ১২৯০, লাল মুক্তিবার্তা নম্বর ০৪০৯০৩০১১৫, ভারতের বিহার চাকুলিয়া গেরিলা নম্বর ৪৮৬৫১।
অন্যরা হলেন, সিংহনগর গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে তোজাম্মেল হোসেনের গেজেট নম্বর ১৩০৯, লাল মুক্তিবার্তা নম্বর ০৪০৯০৩০৪৬০, ভারতের বিহার চাকুলিয়া গেরিলা নম্বর ৪৮৭২০। রাজনগর গ্রামের মৃত খোরসেদ জোয়ারদারের ছেলে মতিয়ার রহমান তার গেজেট নম্বর ১২৭৫, লাল মুক্তিবার্তা নম্বর ০৪০৯০৩০২১৬, ভারতের বিহার চাকুলিয়া গেরিলা নম্বর ৪৮৭৭১। রয়েড়া গ্রামের মৃত করিম মৃধার ছেলে আব্দুল গফুর মৃধা তার গেজেট নম্বর ১৫০০, লাল মুক্তিবার্তা নম্বর ০৪০৯০৩০৫৬১ এবং জাতীয় তালিকা নম্বর ১১৩।
এদের মধ্যে মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনের ১৯৭১ সালের ২৬শে মার্চ বয়স ছিল ১২ বছর ৮ মাস ২১ দিন, আমজাদ হোসেনের বয়স ছিল ১২ বছর ৮ মাস ৯ দিন, মতিয়ার রহমানের বয়স ছিল ১২ বছর ৯ মাস, তোজম্মেল হোসেনের বয়স ছিল ১১ বছর ৮ মাস। এদের বয়স ১৩ বছর পূর্ণ না হওয়ার অভিযোগ এনে ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। সে সময় মনোয়ার হোসেনের বয়স ছিল ১৯ বছর ও আব্দুল গফুরের প্রকৃত বয়স ছিল ১৯ বছর ৮ মাস ২৪ দিন। এ দুজনের জাতীয় পরিচয় পত্রে ভুলবসত বয়স কম হয়ে যাওয়ায় তাদেরও ভাতা বন্ধ করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) গত ৩১ জুলাই এর সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ১৯৭১ সালের ২৬ শে মার্চ যাদের বয়স নূন্যতম ১৩ বছর ছিল তাদের নাম মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। যদি কারো বয়স ১৩ বছর থেকে ২-৩ মাস কম থাকে তবে তর নাম অবশ্যই ভারতের তালিকা বা লাল মুক্তিবার্তায় থাকতে হবে।
শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার ইসরাইল হোসেন জাগো নিউজকে জানান, আমি গত ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এবং আমার সঙ্গে উক্ত ৫ মুক্তিযোদ্ধার প্রকৃত মূল সনদপত্র সমূহ রয়েছে। তারপরও আমাদের প্রাপ্য ভাতা তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতা দেয়া শুরু হয়েছে। তিনি ঈদের আগেই তাদের প্রাপ্য ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার কাছে আবেদন জানিয়েছেন।
এসএস/পিআর