পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ


প্রকাশিত: ০২:৫৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে মঙ্গলবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঈদের আগে ও পরের তিনদিন পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে কোরবানি পশুবাহী যানবাহন পারাপার হবে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-সাধারণ ব্যবস্থাপক শেখ মো. নাসিম জানান, ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঘরমুখো এ সকল মানুষের দুর্ভোগ কমাতে প্রতি বছরের মতো এবারো ঈদের তিনদিন আগে পরে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীবাহী বাসের মতো কোরবানির পশুবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে।

এদিকে সকাল থেকে পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষ বহনকারী যানবাহনের বেশ চাপ রয়েছে। ছোট গাড়ি অর্থ্যাৎ প্রাইভেটকার ও মাইক্রোবাসের চাপ সবচেয়ে বেশি। তবে এখনো ঘাটে বড় ধরনের কোনো ভোগান্তির অভিযোগ নেই যাত্রীদের। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রো-রো, কে-টাইপ ও ইউটিলিটি মিলিয়ে মোট ১৮টি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে।

Trac-Manikgong

ঘাটের ট্রাফিক ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এবারো ছোট-বড় গাড়ির জন্য আলাদা লেন করা হয়েছে। র‌্যাবের অস্থায়ী ক্যাম্প, ভ্রাম্যমাণ আদালত ছাড়াও ঘাটে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এবারই প্রথম পাটুরিয়া ঘাট সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করছে পুলিশ।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফৌরদৌস ও পুলিশ সুপার মাহফুজুর রহমান জাগো নিউজকে জানান, ফেরি চলাচল স্বাভাবিক থাকলে এবারো ঘরমুখো মানুষ বড় ধরনের ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।