ফরিদগঞ্জে তিন ছিনতাইকারীর ৩ বছরের কারাদণ্ড


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে টাকা ছিনতাই ও মারধর করার অপরাধে তিন যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পারভেজ (২০), ফারুক হোসেন (২০) ও ইসমাইল (২২)।

সোমবার দুপুরে চাঁদপুর দ্রুত বিচার ট্রাইবুন্যালের ম্যাজিস্ট্রেট মাশরুর ছালেকীন এই দণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামি পারভেজ ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত রহিমের ছেলে, ফারুক হোসেন একই এলাকার মো. হারুন মিয়ার ছেলে এবং ইসমাইল মো. আক্কাছ আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাতে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মো. মফিজ (৬০) ও তার ছেলে নুরুল ইসলাম রাত ১০টায় বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিরা তাদের গতিরোধ করে মারধর করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনার পরদিন মফিজ ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযুক্তদের আটক করে আদালতে পাঠায়।

মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রেজা পাহলভী মজিদ শেলী জানান, মামলাটি আদালতে বিচারাধীনকালে তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জনের সাক্ষি গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে কারাগারে রয়েছেন।

এছাড়াও মামলায় অভিযুক্ত আরেক আসামি শরীফ হোসেন দোষী সাবস্ত না হওয়ায় তাকে মামলা থেকে খালাস দেয়া হয়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন কাজী মোহাম্মদ হান্নান।

এমমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।