ছেলেধরা সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:১১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামে ছেলেধরা সন্দেহে ইদ্রিস আলী (৪২) নামে এক রিকশাচালককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

এসময় রাবেয়া খাতুন (৩৮) নামে এক নারী আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে ইদ্রিস আলী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত ইদ্রিস আলী শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কুষাডাঙ্গা গ্রামের নেহার মুন্সীর ছেলে ও আহত রাবেয়া খাতুন একই উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে চরধলহরাচন্দ্র গ্রামের কাউয়ুম মোল্যার স্ত্রী।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি হাসান হাফিজুর রহমান জানান, সোমবার বিকেলে রাবেয়া খাতুন রাজাপুর গ্রামের উজ্জল হোসেনের ৩ বছরের ছেলে শাকিলকে জুস পান করিয়ে রিকশা যোগে নিয়ে যাচ্ছিল। এমন সময় আশপাশের লোকজন ছেলেধরা সন্দেহে তাদেরকে গণপিটুনি দেয়। এতে দুজনই মারাত্বক আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার এক পর্যায়ে ইদ্রিস আলী মারা যায়। দুজনই শহরের ব্যাপারী পাড়ায় ভাড়া থাকতো।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।