স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুরে স্বামী দুলাল হোসেনের নির্যাতনে মুক্তা আকতার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় দুলাল ও তার বাবা আব্দুল কাদের পালিয়ে গেলেও তার মা উম্মেজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে মুক্তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এতে তার মৃত্যু হয় দাবি মুক্তার পরিবার। খবর পেয়ে পুলিশ সোমবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠায়।
এ ঘটনায় দুলাল ও তার বাবা আব্দুল কাদের পালিয়ে গেলেও তার মা উম্মেজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মামুন অর রশিদ জানান, দুই বছর আগে মুক্তার সঙ্গে দুলালের বিয়ে হয়। এক সন্তানের মা হয় মুক্তা। গত সাত দিন আগে অনাগত সন্তান নষ্ট করে দুলাল। সামান্য কলহের জেরে এ ঘটনা ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, স্বামীর নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মুক্তা দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। তবে মরদেহ ময়নাতদন্ত হলে রহস্য বেরিয়ে আসবে বলে জানান ওসি মশিউর রহমান।
রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি