৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর


প্রকাশিত: ০২:১২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ছয় দিন সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশেরে পাসপোর্টধারী যাত্রী পারাপর স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয় দিন বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিশেষ ব্যবস্থায় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।