সন্দ্বীপে গরুর হাটে গোলাগুলি : নিহত ২


প্রকাশিত: ০২:০৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

সন্দ্বীপে গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কবির (৪৫) ও জাহাঙ্গীর (৪০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে উপজেলার পৌরসভার বাতেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে বাতেন মার্কেট এলাকায় গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগের জাফর ও মিশু গ্রুপ।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরুর বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছে।  এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করেতে পুলিশের অভিযান চলছে।

নিহতদের মধ্যে মো. কবির কিউট কোম্পানির ডেলিভারিম্যান ও অপর জন স্থানীয় আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। কবির ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।