পাবনায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২


প্রকাশিত: ০১:১৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

পাবনার বেড়া উপজেলার বনগ্রাম থেকে প্রায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পালিয়ে যায় আরো তিন মাদক ব্যবসায়ী। সোমবার দুপুরে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ মনিরুজ্জামান।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার এএসআই আবু নেওয়াজ সরদার জানান, বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারি কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ মনিরুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মশিউর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে উল্লেখিত দুইজনকে আটক ও তাদের কাছ থেকে প্রায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন, বেড়া উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রউফ ওরফে আবুল মাস্টারের ছেলে রাজবুল হক শিবু (৩২) ও একই উপজেলার মৈত্রবাধা গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪০)।

এছাড়া র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনগ্রাম দক্ষিণপাড়া এলাকার সবুর (২৫), শাহিন (৩৮) ও সাদ্দাম (২০) নামের তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে আটকদের বেড়া থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে পরে তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়।

একে জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।