পাবনায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ


প্রকাশিত: ০১:১১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সোমবার পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তারা মেডিকেলের এই পরীক্ষাকে প্রহসন বলে অভিহিত করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রকৃত মেধাবীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আগেই প্রশ্ন পেয়ে যাওয়া অনেক অযোগ্যরা ভর্তির সুযোগ পেয়েছেন।

পরে তারা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অবিলম্বে বাতিলের দাবিতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

একে জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।