পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল ও পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল কলেজে ভর্তিচ্ছু  শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় `প্রশ্ন যদি হবে ফাঁস পড়বো কেন বার মাস`, `প্রশ্ন ফাঁসের ছায়াতলে দেশ গেল রসাতলে` এ রকম নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় এই পরীক্ষার ফল বাতিল করতে হবে এবং নতুনভাবে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। প্রশ্নপত্র ফাঁস স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং মেধাভিত্তিক শিক্ষার্থী বাছাই করতে হবে। যাতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হয়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে দেশে মেধাবী শিক্ষার্থী পাওয়া যাবে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পরীক্ষায় অংশগ্রহণকারী শাকিব আহমেদ সিহাব, হৃদয় আহমেদ প্রমুখ। এ সময় রাহাতুল আসেকিন, তানিয়া রহমান, স্বস্তি ইসলামসহ ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়া অনেক ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।