ভারত থেকে সোনামসজিদ বন্দরে এলো ১৮৯ ট্রাক পেঁয়াজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৪ অক্টোবর ২০১৯

রফতানি বন্ধ ঘোষণার পর ভারতের মোহদিপুর স্থলবন্দরে আটকে পড়া ১৮৯টি পেঁয়াজভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের মোহদিপুরে দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হলেও বিশেষ ব্যবস্থায় এসব পেঁয়াজ পাঠানো হয়। শুক্রবার দুপুর ১২টার পর থেকে ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক আসা শুরু হয়।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, আজ সারাদিনে ২০০পেঁয়াজের ট্রাক পাঠানোর কথা থাকলেও ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৮৯টি পেঁয়াজভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। বাকি পেঁয়াজ দুর্গাপূজার ছুটির পর পাঠাবে তারা।

তিনি আরও জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার পরপরই বন্ধ হয়ে যায় পেঁয়াজ আসা। এতে করে ভারতের মোহদিপুর স্থলবন্দরে কয়েকশ পেঁয়াজভর্তি ট্রাক আটকা পড়ে। কয়েকদিন অপেক্ষমান থাকার কারণে এসব পেঁয়াজে পচন ধরা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার দুপুর থেকে পেঁয়াজ আসা শুরু হয়।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।