দৌলতদিয়ায় পানি এখনও বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রাজবাড়ী
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৪ অক্টোবর ২০১৯

গত কয়েক দিন পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল। সময় বেশি লাগায় এবং ৪টি ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা।

শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

Padma-2.jpg

এদিকে পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধির কারণে জেলার ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পাশাপাশি তলিয়ে গেছে রাস্তা-ঘাটসহ বিস্তৃর্ণ এলাকার ফসলি জমি। বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সঙ্গে তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে দৌলতদিয়াসহ জেলার বিভিন্নস্থানে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বর্তমানে ১৬টি ফেরির মধ্যে ১২টি চলাচল করছে। তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। এছাড়া ৬টি ঘাটের মধ্যে ৩টি পুরোপুরি ও ১টি আংশিক সচল রয়েছে। ভাঙন ঝুঁকিতে থাকায় ১ ও ২ নম্বর ঘাটে কাজ চলায় বন্ধ রয়েছে।

রুবেলুর রহমান/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।