ইয়াবাসহ ব্যবসায়ীকে টাকার বিনিময়ে চালান দেয়ার অভিযোগ
রাজশাহীতে ইয়াবাসহ রতন সরকার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটকের পর টাকার বিনিময়ে আরএমপির অধ্যাদেশে চালান দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে তাকে নগরীর টাঙ্গন এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা, তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করে নগর গোয়েন্দা পুলিশের এএসআই লুৎফর রহমান।
আটকের পর তাকে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে শুরু হয় রতনের পরিবারের সঙ্গে দেন দরবার। অবশেষে রোববার দুপুরে রতনের পরিবারের কাছে থেকে ৯৫ হাজার টাকা নিয়ে তাকে আরএমপি অধ্যাদেশে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়। পরে সে আদালতে জরিমানা জমা দিয়ে জামিনে মুক্তি পায়।
এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের এএসআই লুৎফরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে আরএমপি`র কমিশনার মো. শামসুদ্দিন জাগো নিউজকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
শাহরিয়ার অনতু/এআরএ/বিএ