৫০ হাজার টাকার বিনিময়ে খুন


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ জুলাই ২০১৪

সিলেটের বিশ্বনাথে মাদ্রাসার নৈশপ্রহরী আবদুল মতিন হত্যা মামলার অন্যতম আসামি মোফাজ্জল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার জগতপুর গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন চৌধুরীর আদালতে বুধবার দুপুর দেড়টায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোফাজ্জল। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মাদ্রাসার নৈশপ্রহরী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন মোফাজ্জল। আদালতকে তিনি জানান, সুন্দর আলী ও সুরুজ আলীর মামা মৃত মন্তাজ আলী মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার নামে জমি দান করেন। ওই জমি কৌশলে ফিরিয়ে নেওয়ার উদ্দেশে তারা মাদ্রাসা থেকে দলিল চুরি করে আনার জন্য তার সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করেন। ওই চুক্তির পরিপ্রেক্ষিতে মাদ্রাসা থেকে দলিল চুরি করতে গিয়ে নৈশপ্রহরী আবদুল মতিনকে (৪৫) খুন করেন তিনি।

প্রসঙ্গত, ১৮ জুন রাতে বিশ্বনাথের কাহিরঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী আবদুল মতিনকে হত্যা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।