বিয়ে মেনে না নেয়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা
প্রেম করে বিয়ে করার পর পরিবারের লোকজন তা মেনে না নেয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী।
তারা হলেন, চারহাটি গ্রামের মোশারফ হোসেনের ছেলে সুজন মিয়া (১৯) ও নেছার মিয়ার মেয়ে কাজল আক্তার (১৮)।
রোববার দুপুরে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার সিলামে এ ঘটনা ঘটে। তারা দুজনে সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন ছিলেন।
মাগলাবাজার থানা পুলিশের সহকারী কমিশনার অপূর্ব সাহা জানান, সুজন ও কাজলের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। পনেরো দিন আগে সুজন গহরপুরের কলমাগ্রামে কাজলের মামার বাড়ি থেকে কাজলকে নিয়ে এসে কোর্ট ম্যারেজ করে। পরবর্তীতে তারা বাড়িতে ফিরে যায়। কিন্তু তাদের এই বিয়ে উভয় পরিবার মেনে নেয়নি।
তিনি জানান, গত শনিবার সুজন ও কাজল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে নিয়ে তাদের ওয়াশ করা হয়। রোববার সকালে উভয়েই নিজ নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এসি অপূর্ব সাহা জানান, নিহতদের অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করা হয়নি।
ছামির মাহমুদ/ এমএএস/পিআর