রতন হত্যা মামলায় ১১ আসামির কারাদণ্ড
বরিশালে রতন জমাদ্দার (৪৫) নামে এক জেলেকে হত্যার দায়ে ১১ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার দুপুর সাড়ে ৩টার দিকে আসামিদের উপস্থিতিতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী এ রায় ঘোষণা করেন। নিহত রতন জমাদ্দার সদর উপজেলার ভেদুরিয়া এলাকার বাসিন্দা।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সোহেল হাওলাদার, জসীম, বেপারী, আকদার হোসেন, রফিক, বাক্কু খান, সবুজ খান, শুক্কুর আলী, মানিক সরদার, বাবুল মৃধা ও বশির মৃধা। সকলের বাড়ি চাঁদপুর ও পটুয়াখালী এলাকায়।
মামলার নথির বরাত দিয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. হারুন অর রশিদ জানান, ২০১১ সালের ২২ এপ্রিল কালাবদর নদীতে মাছ ধরতে যায় রতন হাওলাদার। এ সময় তার মাছ ধরার জাল তরমুজবাহী ট্রলারের পাখায় পেঁচিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রতনের সঙ্গে তরমুজবাহী ট্রলারে থাকা বেপারী ও মাঝিমাল্লাদের বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তরমুজবাহী ট্রলার থেকে পাথর ছুঁড়ে মারলে রতন আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। এ সময় রতনের ছেলে তার সঙ্গে ছিল।
পর দিন ২৩ এপ্রিল রতনের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। দুই দিন পর রতনের মরেদেহ নদীতে ভেসে ওঠে। একই বছরের ১৬ জুলাই তদন্তকারী কর্মকর্তা দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ১০ জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
সাইফ আমীন/এআরএ/পিআর