বঙ্গোপসাগরে ১২টি ট্রলারডুবি : ৩ জেলে নিখোঁজ


প্রকাশিত: ১১:০৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় মাছ ধরার ১২টি ট্রলার ডুবে গেছে। এ সময় তিন জেলে নিখোঁজ হয়েছেন। বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার ভোরে বঙ্গোপসাগরের কচিখালী, কটকা, নারিকেলবাড়িয়া ও সাতবাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন, বরগুনা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মো. আজিজুল হক, মো. শাহিন, আবদুল কুদ্দুস।
 
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে জানান, ভোররাতে গভীর সমুদ্রে জাল ফেলে শত শত মাছ ধরার ট্রলার অপেক্ষা করছে- এমন সময় হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। ঝড়ের সৃষ্ট ঢেউয়ে বঙ্গপোসাগরের কচিখালী, নারিকলেবাড়িয়া, কটকা ও সাতবাম এলাকায় অন্তত ১২টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা প্রায় দেড় শতাধিক জেলেকে সাগরে ভাসমান অবস্থায় দেখে এফবি আল্লাহর দান ও এফবি মায়ের দোয়াসহ বেশ কয়েকটি ট্রলার তাদের উদ্ধার করলেও এখন পর্যন্ত মো. আজিজুল হক, মো. শাহিন, আবদুল কুদ্দুসের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারগুলো বরগুনার পাথরঘাটার জানিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরো জানান, এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।