সেনাবাহিনীকে গুলি ছুড়ে ইউপিডিএফ সন্ত্রাসী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর ওপর গুলি ছুড়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীরা। এ সময় পাল্টা গুলিতে ইউপিডিএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় এ ঘটনা ঘটে। গুলবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক এবং অত্যাধুনিক এসএমজি উদ্ধার করেছে সেনা সদস্যরা।

নিরাপত্তা বাহিনী জানায়, ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রসহ বড়ডলু এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায় ইউপিডিএফের সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটে।

এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ইউপিডিএফ সন্ত্রাসীকে অত্যাধুনিক এসএমজিসহ আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃত সন্ত্রাসীর নাম-পরিচয় জানা যায়নি।

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, সেনাবাহিনীর ওপর আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলি ছুড়েছে বলে শুনেছি। তবে ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি পুলিশ।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।