একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে দফতরি
ফরিদপুরের বোয়ালমারীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই স্কুলের দফতরির কাম নৈশপ্রহরী মাহির হাসান বরকত ওরফে বরকত মোল্যার (২৪) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দিলে বুধবার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় স্থানীয় দুই মাতব্বরকেও আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের পরমেশ্বর্দী গ্রামের কাউছার মোল্যার ছেলে পরমেশ্বর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী বরকত মোল্যা গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে একা পেয়ে মেয়েটিকে ফুসলিয়ে পাশের একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় মামলা করতে চাইলে স্থানীয় মাতব্বর আইয়ুব খন্দকার ও আক্তার হাফেজ বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের কথা বলে সময়ক্ষেপণ করেন। অবশেষে বিচার না পেয়ে ধর্ষক ও ওই দুই মাতব্বরসহ ধর্ষককে আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ভিকটিমের ফরেনসিক পরীক্ষা শেষে ফরিদপুর ৭নং আমলি আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বলেন, থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বি কে সিকদার সজল/এমবিআর/এমকেএইচ