সমুদ্র সৈকতে ডিজিটাল স্ক্রিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:০৮ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

সমুদ্র সৈকত কুয়াকাটায় আগত পর্যটকদের পরামর্শ-সচেতন করতে ডিজিটাল স্ক্রিন স্থাপন করেছে ট্যুরিস্ট পুলিশ। চলতি বছরের ১২ আগস্ট ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতের পাড়ে পুলিশ বক্সের পাশে ডিজিটাল স্ক্রিন স্থাপন করে।

স্ক্রিনে সাগরে কত সময় থাকা উচিৎ, পরিবেশ কেমন, সাগর উত্তাল কি-না, আবহাওয়ার সংকেত, কুয়াকাটার ইতিহাস ও ঐতিহ্যের চিত্র তুলে ধরা হয়।

ঢাকা থেকে আগত পর্যটক মো. গোলাম আহাদ বলেন, গত তিনদিন যাবত কুয়াকাটায় স্বপরিবারে বেড়াতে এসেছি। সমুদ্রে নামার পরে ডিজিটাল স্ক্রিন দেখে আমরা উপরে উঠেছি। ডিজিটাল স্ক্রিনটি প্রতিদিন হাজার হাজার পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে।

তিনি আরও বলেন, ডিজিটাল স্ক্রিন স্থাপনের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশ সচেতন মহলে অনেক প্রশংসা কুড়িয়েছে। আগত পর্যটক অ্যাড. সৈয়দ কিশোর বলেন, ডিজিটাল স্ক্রিন স্থাপনের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশ অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২৪ ঘণ্টা স্ক্রিনটি সচল থাকলে পযর্টকরা উপকৃত হবে।

তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজারের মতো পর্যটকদের সচেতন করতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. খলিলুর রহমান জাগো নিউজকে বলেন, ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে পর্যটকদের বিভিন্ন প্রকার পরামর্শ-সতর্কতা প্রদান করতে স্থাপন করা হয়েছে।

আগত পর্যটকদের কাছে সামান্য খুদে বার্তা পৌঁছে দিতে আমরা ডিজিটাল স্ক্রিন স্থাপন করেছি। ডিজিটাল স্ক্রিন যদি পযর্টকদের কোনো উপকারে আসে বা তারা সচেতন হন তবে আমাদের সার্থকতা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।