অ্যালার্ট জারি করে ‘ধর্ষককে’ ধরল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাট সদর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও মোরেলগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলে সদর উপজেলার রনবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী নোনাডাঙ্গা গ্রামে এক মেয়ে গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় গৃহশিক্ষক বাড়িতে না থাকার সুযোগে তার ভাই অনিক শেখ (২২) শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে ধর্ষণের বিষয়টি মাকে জানায়।

পরে শিশুটির মা ধর্ষক অনিক শেখকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা করেন। এরপরই ধর্ষককে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতার এড়াতে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধর্ষক অনিক শেখ। রোববার রাতে ঢাকাগামী একটি বাসে ওঠে ধর্ষক। ঢাকাগামী ওই বাসের নাম ও আসন নাম্বার জানতে পেরে ধর্ষককে ধরতে অ্যালার্ট জারি করা হয়। সেই সঙ্গে মাদারীপুরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির সহযোগিতা চাওয়া হয়।

এরপর ঢাকাগামী ওই বাস চরজানাজাত ফেরিঘাটে পৌঁছালে ধর্ষক অনিক শেখকে গ্রেফতার করে নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে ধর্ষক অনিক শেখকে রাতেই মাদারীপুর থেকে বাগেরহাটে নিয়ে আসা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠান।

অপরদিকে, মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, রোববার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার মধ্য-বরিশাল গ্রামের মাঠে গরু আনতে গেলে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় মজিবুল হক বয়াতি (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গৃহবধূর স্বামী মোরেলগঞ্জ থানায় মামলা করলে রোববার রাতে উপজেলার সন্ন্যাসী লঞ্চঘাট বাজার থেকে মজিবুল হক বয়াতিকে গ্রেফতার করে পুলিশ। সকালে তাকে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পড়ুন : ধর্ষণ সংক্রান্ত আরও খবর

শওকত আলী বাবু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।