নদীতে মাছ ধরার সময় ড্রামভর্তি বিদেশি মদ পেলেন জেলেরা
পাবনায় পদ্মা নদীতে জেলেদের জালে ২৮ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। রোববার দুপুরে সুজানগর উপজেলার গোয়ালিয়া বাজারের পাশে পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে প্লাস্টিকের ড্রামভর্তি এসব মদ উঠে আসে।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাবু বলেন, পদ্মায় মাছ ধরার সময় জালে একটি প্লাস্টিকের ড্রাম পান স্থানীয় জেলেরা। ওই ড্রাম ভারী দেখে জেলেদের সন্দেহ হলে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের এসআই গোপাল চন্দ্র মন্ডল টিম নিয়ে ঘটনাস্থলে যান। পরে নদী থেকে ড্রামটি উদ্ধার করে সেটি খোলার পর ২৮ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।
ওসি বদরুদ্দোজা বাবু বলেন, আমাদের ধারণা মাদক ব্যবসায়ীরা নদীপথে অভিনব পদ্ধতিতে মদ পাচার করেছিল। পাচারের জন্য ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোনে ড্রামের অবস্থান শনাক্ত করে মদের বোতলগুলো উদ্ধার করতো মদ ব্যবসায়ীরা। বিদেশি মদ ও মোবাইল ফোন উদ্ধারের পর বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই চালানের সঙ্গে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে।
এএম/জেআইএম