যুবককে পিটিয়ে হত্যা, আমবাগানে বৃদ্ধের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

যশোর সদর ও শার্শা থেকে সোমবার সকালে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সোমবার সকালে হাড়িখালি গ্রামের আমবাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও নাক-মুখে রক্তের ছাপ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অপরদিকে, সদর উপজেলার কচুয়া বিলের একটি ঘেরের পাড় থেকে শাহ আলম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কচুয়া মধ্যপাড়ার মুতাসিন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, পেশায় দিন মজুর শাহ আলমকে রোববার রাত ১১টার দিকে চোর সন্দেহে কয়েকজন ঘের ব্যবসায়ী পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শাহ আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মিলন রহমান/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।