কবর থেকে তোলা হলো শিশু তামিমের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

মাদারীপুরের শিবচর উপজেলার হোগলার মাঠ গ্রামে দাফনের দেড় মাস পর কবর থেকে তামিম (৪) নামে এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে আদালতের নির্দেশে মরদেহটি তোলা হয়। তামিম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সায়াদ মাঝির ছেলে।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান ও শিবচর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদের উপস্থিতিতে তামিমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ আগস্ট দুপুরে শিশুটির মা তানিয়া বেগম শিশুটির বংশের চাচা আরশেদ মাঝির কাছে রেখে পাটের আঁশ ছড়াতে যান। এ সময় আরশেদ মাঝি বাড়ির মসজিদে বসে বিশ্রাম নিচ্ছিছিলেন। দুই ঘণ্টা পর শিশুটির মা ছেলের খোঁজ নিতে গিয়ে দেখেন সে মসজিদে মৃত অবস্থায় পড়ে আছে। পরে স্বাভাবিকভাবে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে শিশুটির মায়ের সন্দেহ হয় তার ছেলেকে হত্যা করা হয়েছে। এতে তিনি আদালতে মামলা করলে আদালত কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে শিশুটির মরদেহ কবর থেকে তোলা হলো।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।