শাহজালাল সার কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু
সিলেটের ফেঞ্চুগঞ্জে নবনির্মিত শাহজালাল সার কারখানায় শনিবার মধ্যরাত থেকে পরীক্ষামূলকভাবে সার উৎপাদন শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন এশিয়ার বৃহত্তম শাহজালাল সার কারখানার পরিচালক কামরুজ্জামান।
২০১২ সালে ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ শুরু হয়। সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে গত জুন মাসে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। দৃষ্টিনন্দন ও সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন সার কারখানাটি নির্মাণ করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান কমপ্লেন্ট। এতে কারিগরি সহায়তা দেয় আমেরিকা ও নেদারল্যান্ড সরকার। সার কারখানার নির্মাণ, কাজ সম্পন্ন হতে সময় লেগেছে প্রায় তিন বছর।
চলতি বছরের আগস্টের শুরুতে এ সার কারখানাটি পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও এর একটি যন্ত্রে ত্রুটি দেখা দেয়ায় সেটি সারিয়ে তুলে প্রায় একমাস বিলম্বে উৎপাদন শুরু করলো সার কারখানাটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু হলেও খুব শীঘ্রই পুরো মাত্রায় ইউরিয়া সার উৎপাদন করবে। এ ব্যাপারে সকল প্রকার কাঁচামাল সংগ্রহসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে, শাহজালাল সার কারখানা পরীক্ষামূলক উৎপাদনের খবরে ফেঞ্চুগঞ্জবাসী উৎফুল্ল।
স্থানীয়রা জানান, শাহজালাল সার কারখানার উৎপাদন শুরু হলে শিল্প শহর ফেঞ্চুগঞ্জ আরো এক ধাপ এগিয়ে যাবে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, শাহজালাল সারকারখানা নির্মাণ হওয়ায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন ঘটছে।
শাহজালাল সার কারখানার প্রকল্প ব্যবস্থাপক কামরুজ্জামান জাগো নিউজকে জানান, সর্বাধুনিক ও পরিপূর্ণ শাহজালাল সার কারখানা উৎপাদন প্রক্রিয়া চালানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শনিবার মধ্য রাতে প্রস্তুতিমূলক উৎপাদনে গেছে।
তিনি জানান, পুরো মাত্রায় উৎপাদনে গেলে প্রতিদিন গড়ে ১৭০০ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন করতে কারখানাটি সক্ষম হবে।
ছামির মাহমুদ/এমজেড/এমএস