নিরাপত্তা চেয়ে গণজিডি করলেন ৫৬ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯

সিলেটে সাদা পোশাকে সাংবাদিক গ্রেফতারের ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে একসঙ্গে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে সিলেট মেট্রেপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় তারা একসঙ্গে উপস্থিত হয়ে এই জিডি করেন।

সাংবাদিকরা অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), সিলেটের নেতা ও স্থানীয় টেলিভিশন সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনো তথ্য পাননি।

তারা আরও বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশ সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। সেই সঙ্গে দুই ঘণ্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বলেন, প্রথমে পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানালেও পরে তা গ্রহণ করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানিয়েছেন, নিরাপত্তা চেয়ে সাংবাদিকরা জিডি করেছেন। পুলিশ জিডি গ্রহণ করেছে।

ছামির মাহমুদ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।