খেলাঘরের জাতীয় পরিষদে ব্রাহ্মণবাড়িয়ার ১১ জন
দেশের প্রাচীন ও জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর-এর জাতীয় পরিষদে ব্রাহ্মণবাড়িয়ার ১১ জন সংগঠক স্থান পেয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার শিশু একাডেমিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলনে তাদেরকে জাতীয় পরিষদ সদস্য মনোনীত করা হয়।
তারা হলেন- খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উপদেষ্টা আশিষ কুমার চক্রবর্তী, সহসভাপতি আবু আহমদ মৃধা, সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, দফতর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক এনামুল হাসান সমীর, পাঠাগার সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু, সাংস্কৃতিক সম্পাদক রুনাক সুলতানা পারভীন, সাহিত্যবিষয়ক সম্পাদক জুয়েল রহমান, সদস্য নজরুল ইসলাম ও জেলা কমিটির অন্তর্গত সোনারতরী খেলাঘর আসরের সভাপতি মাহবুবুল আলম।
এছাড়া সম্মেলনে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদকে কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি মন্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে। খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাহিত্য সম্পাদক জুয়েল রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় পরিষদের সদস্য হওয়ার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। খেলাঘরের কার্যক্রমকে আমরা প্রান্তিক পর্যায়ে শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে চাই। এজন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।
আজিজুল সঞ্চয়/এমএসএইচ