নামাজের জন্য চেয়ার চেয়ে ছেলেরা দিলেন টুল, বৃদ্ধ বাবার আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়ায় মনের দুঃখে নজর আলী (৭০) নামের এক বৃদ্ধ নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌর এলাকার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, অসুস্থ নজর আলী দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হওয়ার কারণে তিনি ছেলেকে বলেন একটি চেয়ার কিনে দেয়ার জন্য। কিন্তু ছেলেরা চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়।

শুক্রবার জুমার নামাজ আদায় করার সময় টুল থেকে পড়ে যান। এ নিয়ে বাড়িতে এসে ছেলেদের সঙ্গে নজর আলীর কথাকাটাকাটি হয়। পরে তিনি মনের দুঃখে সন্ধ্যার দিকে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মহেশপুর থানার পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আমানউল্লা হক জানান, অসুস্থ নজর আলী জুমার নামাজ আদায় করার টুল থেকে পড়ে যায় পাশের একজন মুসল্লির শরীরের ওপর। পরে তিনি বাড়িতে আসার পর ছেলেদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।