গাজীপুরে উপজেলা আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

সরকারি কাজে বাধা, হুমকি প্রদান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গ্যাস লাইন স্থাপন ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলালসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন একই এলাকার মো. লুৎফর রহমান, শাহজাহান সিরাজ, মো. মতিউর রহমান, রেজাউল করিম, প্রিন্স বাবুল, মো. এনায়েত উল্যাহ ও স্বপন।

মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলালসহ বিবাদীরা ভাওয়াল মির্জাপুর ও পার্শ্ববর্তী কিছু এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে লাইন স্থাপন করে গ্যাস বিতরণ করেন। প্রায় ১ হাজার ২০০ গ্রাহক এ অবৈধ সংযোগের ব্যবহার করেছে, যা গ্যাস আইন ও ফৌজদারি অপরাধ। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে বিবাদীরা রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতিসাধন করেছে এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ভাওয়াল মির্জাপুর কলেজের সীমানা প্রাচীরের পাশে ৩৩ কেভি বিদ্যুতের তার ছিঁড়ে অবৈধ গ্যাস লাইনে ভয়াবহ আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিস দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।