ফেনীতে ভেজাল তেল জব্দ : ৪ ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ০৪:২৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ফেনীতে ৪ হাজার ২শ লিটার ভেজাল তেল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। এসময় চার ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ফেনী বড় বাজারে অভিযান চালায় র‌্যাব। এসময় ভেজাল তেল তৈরি ও বিক্রির দায়ে গ্রামীণ ফুড প্যাকেজিংয়ের সত্ত্বাধিকারী বল দেব নাথ, চৌধুরী ট্রেডার্সের মালিক মুলকেতুর রহমান, রাজমুকুট ফুড প্যাকেজিংয়ের সত্ত্বাধিকারী মেসবাহ উদ্দিন ও জাহিদ ফুড প্যাকেজিংয়ের মালিক ইমাম হোসেনকে আটক করে র‌্যাব। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হলে বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী ও জানে আলম তাদের পৃথক রায়ে কারাদণ্ড প্রদান করেন। আদালত বল দেবনাথ ও মুলকেতুর রহমানকে ছয় মাস এবং মেসবাহ উদ্দিন ও ইমাম হোসেনকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ক্যাম্পের কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন জাগো নিউজকে জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃদ ৪ হাজার ২শ লিটার তেল ধ্বংস করা হয়।

জহিরুল হক মিলু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।