ফেসবুকে ধর্ম নিয়ে কটুক্তি করায় ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

সনাতন ধর্ম নিয়ে কটুক্তি করে লেখা ফেসবুকে পোস্ট করার অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনে চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলায় পুলিশ জাকির হোসেন (২৯) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অপরদিকে, ছেলে জাকির হোসেনকে গ্রেফতারের খবর পেয়ে তার বাবা হাজি আবদুল জলিল শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
 
পুলিশ জানায়, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল জলিলের ছেলে চৌদ্দগ্রাম বাজারের স্বর্ণ ব্যবসায়ী জাকির হোসেন গত শুক্রবার তার ফেসবুকে হিন্দু ধর্মের দেব-দেবিদের নিয়ে কটুক্তিমূলক লেখা পোস্ট করে। এ নিয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে রাতেই চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার জাকির হোসেনকে তার বাড়ী থেকে গ্রেফতার করে।

এসময় তার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও একটি আইফোন জব্দ করে পুলিশ। শনিবার তার বাবা আবদুল জলিল ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিতে থানায় এসে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, ওই যুবকের বাবা অসুস্থ ছিলেন, হয়তো তিনি ছেলের শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।