সোমবারের মধ্যে স্বাভাবিক হবে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট
অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণে ঈদুল আযহায় লঞ্চে গুনে গুনে যাত্রী দেয়া হবে। চাপ বাড়লে ফেরিতেও যাত্রী পারাপার করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
এবার ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিসি, এসপি স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি ঘাট পরিদর্শনে এসে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।
এসময় মন্ত্রী যাত্রী সেবা নিশ্চিত করতে ঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখে দিক নির্দেশনা দেন। এর আগে মন্ত্রী মুন্সীগঞ্জের শিমুলিয়া, শরিয়তপুরের মাঝিকান্দিসহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, নাব্য সংকট প্রসঙ্গে আরও বলেন, এবারের ঈদে নদী ভাঙন, পলি পড়ে নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিসে শিমুলিয়া রুটে সমস্যা হচ্ছে। ২১ সেপ্টেম্বরের মধ্যে খনন শেষে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট স্বাভাবিক হবে। তখন আর বাড়তি সময় লাগবে না।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চোয়রম্যান মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মো. মোজাম্মেল হক, মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ প্রমুখ।
এ কে এম নাসিরুল হক/ এমএএস/পিআর