নকল করতে গিয়ে আইএইচটির ৬ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষা চলাকালে বুধবার দুপুর ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ক্যাম্পাসে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই ৬ পরীক্ষার্থীকে নকলসহ ধরে ফেলেন এবং বহিষ্কার করেন।

তারা হলেন- ১ম বর্ষের শিক্ষার্থী আল মামুন, ফেরদাউস রহমান ও প্রদীপ মল্লিক এবং ৩য় বর্ষের আলমিন বিশ্বাস, নাঈম ও ইমন চাকমা। বিগত দিনে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হওয়ায় ওই বিষয়গুলোর উপর পুনরায় পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা।

আইএইচটির অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেডিও থেরাপি, ফিজিও থেরাপি, আইএসপি বিষয়ে বাৎসরিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করায় দায়িত্বরত ম্যাজিস্ট্র্রেট বিভিন্ন কক্ষ থেকে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

সাইফ আমীন/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।