চট্টগ্রামে বিপুল পরিমাণ গরু মোটাতাজাকরণ ওষুধ জব্দ


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

চট্টগ্রামে অনুমোদনহীন গরু মোটাতাজাকরণ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বহদ্দার হাটে অভিযান চালিয়ে ওই ওষুধ জব্দ করে। এসময় ৬টি ফার্মেসিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়েছে।
 
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে একটি চক্র ভারতীয় ওষুধ ব্যবহার করে গরু মোটাতাজা করছে বলে জানান তিনি। এ ধরণের গরুর মাংস স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া নামী-বেনামী অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রি করছে ওষুধ ব্যবসায়ীরা।

এসব অভিযোগে বহদ্দারহাট হক মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৬টি দোকানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়কারী ফার্মেসিগুলো হল মেসার্স শাহ আমানত ফার্মেসিকে ২০ হাজার টাকা, মেসার্স যমুনা ফার্মেসিকে ২০ হাজার টাকা, মেসার্স চান্দগাঁও ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেসার্স শর্মি মেডিকেলকে ১০ হাজার টাকা, মেসার্স ইদ্রিস ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং আজগর শাহ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জীবন মুছা/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।