বিদেশে বসে দেশের রাজনীতি পরিবর্তন করা সম্ভব নয় : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, বিদেশে বসে দেশের অভ্যন্তরের রাজনীতি পরিবর্তন করা সম্ভব নয়। দেশের রাজনীতিতে পরিবর্তন করতে হলে দেশে থেকেই সেটা করতে হবে। বিএনপির রাজনীতি এখন কতটা বেহাল অবস্থায় আছে এটা তারই বহিঃপ্রকাশ। আর তারেক রহমান বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না।  

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঈদের আগে মহাসড়কগুলো শতভাগ যানবাহন চলাচল উপযোগি করে তোলা যায়নি। যার কারণে সম্পূর্ণভাবে যানজট মুক্ত করা সম্ভব হবে না। তবে যতটুকু সম্ভব যানজট নিরসন করার চেষ্টা করা হবে। আর আগামী অল্প সময়ের মধ্যে মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, এবার ঈদের সময় দেশের সকল মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেয়া হয়নি। মহাসড়কগুলোতে নসিমন করিমন চলতে না দেয়ায় সড়ক দুর্ঘটনা অনেক খানি কমে গেছে।

মন্ত্রীর সঙ্গে এসময় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
শাহাদাৎ হোসেন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।