ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪ বাংলাদেশি
ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে সাজা ভোগের পর চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শনিবার দুপুরে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে ওই চার বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।
তারা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার আব্দুল হকের ছেলে ফজলুল হক (৩০), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আ. খালেকের ছেলে সাদ্দাম হোসেন (২২), সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুল মালিকের ছেলে নুর উদ্দিন (৩০) ও একই উপজেলার সাহেব আলীর ছেলে রাজা মিয়া (৩৭)।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অনুপ্রবেশের কারণে তাদের চার জনকেই বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতীয় ইমিগ্রেশন পুলিশ শনিবার দুপুরে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রবিউল হাসান/এমজেড/পিআর