ভৈরবে সভাপতির হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ভৈরবের আগানগর ইউনিয়নের ছাগাইয়ার যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্কুলের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় স্কুল রোডে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিবাদ সমাবেশে সভাপতির পদত্যাগ ও বিচারের দাবি করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিকেলে পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সাদেক সভা চলাকালীন সময়ে প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেবকে মারধর করলে স্কুলের শিক্ষার্থীরা ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে।

উল্লেখ্য উক্ত স্কুলের এক শিক্ষকের হাতে আরেক শিক্ষকের শারীরিকভাবে লাঞ্ছিত হবার ঘটনা মীমাংসা করতে এসে প্রধান শিক্ষককে প্রকাশ্যে চর-থাপ্পর মেরে বসলেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ সভাপতি। গত বৃহস্পতিবার বিকেলে ভৈরবের যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযুক্ত পরিচালনা পর্ষদ সভাপতি আ. সাদেক নরসিংদীর পলাশ উপজেলার গয়েশ্বর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পরিচালনা পর্ষদ সদস্য ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে থেকেই সভাপতি আ. সাদেক ও দাতা সদস্য হুমায়ুন কবিরের মধ্যে নেতৃত্ব নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের শিক্ষকরাও বলয়ভুক্ত হয়ে পড়েন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনেকে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

আসাদুজ্জামান ফারুক/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।