মির্জাপুরে বৃদ্ধার গলায় ফাঁস লাগিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১১:০৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে রুপবানু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে হত্যার পর বৃদ্ধার গলায় ও কানে থাকা স্বর্ণের গহনা লুটে নেয়া হয় বলে স্বজনদের ধারণা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হরতকিতলা গ্রামে এ ঘটনা ঘটে। তার স্বামীর নাম কাঞ্চু খান। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, রুপবানু বেগমের স্বামী কাঞ্চু খান ৪০ দিনের তাবলীগে গেছেন। বাড়িতে ছেলে ও পুত্রবধূ নিয়ে বসবাস করেন। প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তার নিজ ঘরে একাই ঘুমিয়েছিলেন রুপবানু বেগম। পাশের দুই ঘরে দুই ছেলে ঘুমিয়েছিলেন। রোববার সকালে রুপবানু বেগম ঘুম থেকে না জাগায় ছেলেরা দরজা ধাক্কাতে থাকেন।

southeast

এক পর্যায় দরজা খুলে গেলে ভেতরে গিয়ে দেখতে পান খাটের ওপর রুপবানুর গলায় কাপড় মোরানো মরদেহ পড়ে রয়েছে। তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দোল ও কাছে থাকর মুঠোফোন নেই। ঘরের পশ্চিম পাশে ঘরের ভেতর দিয়ে সুড়ঙ্গ গর্ত। কে বা কাহরা রাতে ঘরে ঢুকে তাকে খুন করে গহনা ও মুঠোফোন নিয়ে গেছে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।

মির্জাপুর থানার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, বৃদ্ধাকে খুনের বিষয়টি উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এসএম এরশাদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।