কমলনগরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার গভীর রাতে উপজেলার পাটারিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, আবুল কালাম, শেখ ফরিদ ও মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, একদল ডাকাত মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জেলেরা ধাওয়া করলে তারা ডাঙায় উঠে আসে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

পাটারিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর জাগো নিউজকে জানায়, ডাকাতরা নদীতে ইলিশ ধরার নৌকায় ডাকাতির চেষ্টা করে। পরে জেলে ও স্থানীয়রা তাদের কয়েকটি রামদা ও ধারালো অস্ত্রসহ আটক করে।

এ ব্যাপারে কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে একটি মহল তাদের আটক করে পুলিশে দেয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

কাজল কায়েস/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।