নারী ও শিশুসহ মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৫৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যেতে অপেক্ষমাণ ১০ নারী ও শিশুসহ ১৬ রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার এলাকায় সমুদ্র সৈকতের তীর থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ডি-৪ এর তসলিমা (১৮), ছেনোয়ারা (২৮), শেহেলা (৭), শাহা নুর (৪০) ছমুকা বিবি (৮), সাজিদা (৩৩), নজির আহমদ (২৮), মো. আতিক (২৩), বালুখালির জোহুরা (১৮), ইমরান (২২), নুর আয়েশা (১৮), ফারবিন (১৮), জাহেদা (৪০), উম্মে জমিলা (১৬) ও ফাতেমা (১৮)। তারা সবাই গত দুই বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বিষয়টি নিশ্চত করে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. সোহেল রানা জানান, টেকনাফ হাবিবছড়া এলাকা থেকে সমুদ্রে পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের মধ্যে দুই শিশুও ছিল। আটক যাত্রীরা ওই এলাকার দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিল বলে স্বীকার করেছে। তাদেরকে টেকনাফ থানায় হন্তান্তরের প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।