সন্ধান মিলছে না মালয়েশিয়ায় মারা যাওয়া যুবকের স্বজনদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

মালয়েশিয়ার কারাগারে সাতক্ষীরার শাহাজালাল নাম এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার স্বজনদের সন্ধান মিলছে না। স্বজনদের সন্ধান না পাওয়ায় মরদেহটি দেশে আনতে পারছে না বাংলাদেশ হাইকশিমন।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ্উদ্দিন জানান, সাতক্ষীরা সদরের বাবুলখালী গ্রামের ফটিকের ছেলে শাহজালাল। মালয়েশিয়ার ট্রাভেল পারমিটের আবেদন ফরমে এই ঠিকানা দেয়া হয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের জয়েন্ট সেক্রেটারি ফরিদ আহমেদ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টেলিফোনের মাধ্যমে মালয়েশিয়ার কারাগারে শাহজালালের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। মৃতের পরিবারে সংবাদটি পৌঁছে দিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলায় বাবুলখালী নামের কোনো গ্রামই নেই। তবুও এই নামের আশেপাশে যেগুলো গ্রাম রয়েছে সেগুলো গ্রামে যাওয়া হয়েছে, মৃতের ছবি দেখানো হয়েছে। তবুও তার সঠিক ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করছি, এই ঠিকানাটা ব্যবহারকারী ভুল ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন। ছবি দেখে কেউ তাকে শনাক্ত করতে পারলে আমার সঙ্গে (০১৭১৩-৩৭৪১৩৮) যোগাযোগ করার অনুরোধ করছি।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।