গাজীপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা : আহত ৫


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের মিরেরগাঁও এলাকায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে লুটপাট ও কুপিয়ে ৫ জনকে গুরুতর আহত করেছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুক্তিযোদ্ধা আবদুল কাদের (৬৫), তার দুই ছেলে মঞ্জুরুল করিম (৩৫) ও শিবলু মিয়া (২৮) এবং প্রতিবেশী রেজাউল করিমের ছেলে ইমান উদ্দিন (৪৫) ও কেরুম উদ্দিনের ছেলে আমির উদ্দিন (৫৫)। তাদের প্রথমে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ফারুক আহমেদ জানান, শুক্রবার রাত দেড়টার দিকে মিরেরগাঁও এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের বাড়িতে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় আব্দুল কাদের এবং তার দুই ছেলের ঘরের দরজা ভেঙে ভেতর প্রবেশ করে তাদের কোপায় এবং ঘরে থাকা স্বর্ণলংকার, নগদ টাকা ও মোবাইলসহ প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশী ইমান উদ্দিন ও আমির উদ্দিন এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জাগো নিউজকে জানান, জমি ও মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ওই বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।