বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাথিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে ট্রাকচালক আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার আজিম উদ্দিনের ছেলে হেলপার নজরুল উসলাম (৩২)।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একতা পরিবহনের একটি বাস দাথিয়া এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে রায়গঞ্জ ষোলমাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ট্রাকের কেবিনে আটকে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় আটকে থাকা আরও এক যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রীসহ অন্তত ৯ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।