ডেঙ্গু রোগী এখনও বাড়ছে রাজবাড়ীতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:২২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯

সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করলেও রাজবাড়ীতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন ডেঙ্গু রোগী। বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে মোট ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট ৩৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১১ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৮ জন, পাংশায় ২ জন ও বালিয়াকান্দিতে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ২ জন।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।