বিয়ে বাড়িতে বরের বদলে আসলেন ম্যাজিস্ট্রেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন। ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে বর আর বিয়ে বাড়িতে আসেনি। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রী।

সোমবার দিবাগত রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়। ইতোমধ্যে দুই পক্ষই বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে। সোমবার রাতে বিয়ে সম্পন্ন করতে কনের বাড়িতে বরের আসার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বর আসার আগেই বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মেয়ের অভিভাবকদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং ১৮ বছর পূর্ণ হলে বিয়ে দেবে বলে মুচলেকা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে বর আর বিয়ে বাড়িতে আসেনি। তাই বর বা বরের অভিভাবকদের কোনো দণ্ড বা জরিমানা করা সম্ভব হয়নি।

মো. শাহাদাত হোসেন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।