১৯ মিয়ানমার নাগরিক আটকের পর ফেরত


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৯ মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটকের পর স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরানউল্লাহ সরকার জানান, বিকেলে মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু পশ্চিমকূল এবং বেতবুনিয়া বাজার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ১৯ মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটকের পর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

এ নিয়ে চলতি মাসে ১২০ জন মিয়ানমার নাগরিককে বিজিবি আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছেন বলে জানান তিনি।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।