শ্রীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুরের শ্রীপুরে চলতি মাসের বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় প্যারাডাইজ স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা।

শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে শিল্প, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আধা ঘণ্টা পর মহাসড়কে যানবাহন স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শ্রীপুরে রঙ্গিলা বাজার এলাকায় অবস্থিত প্যারাডাইস স্পিনিং মিলস কারখানার শ্রমিকরা চলতি সেপ্টেম্বর মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে দুপুর ২টার দিকে কারখানায় বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কারখানার শ্রমিকরা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শ্রমিকরা চলতি মাসের বেতন, বোনাস ও ঈদের ছুটি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে।

খবর পেয়ে শিল্প, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে এবং ২০ সেপ্টেম্বরে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তোলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
                
আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।