জামিন চাইতে গিয়ে কারাগারে সাবেক সিভিল সার্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

সাতক্ষীরা সদর হাসপাতালের জন্য মালামাল ক্রয়ের নামে জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাতক্ষীরা আদালতের সিনিয়র আইনজীবী আব্দুল মজিদ জানান, আসামি তৌহিদুর রহমান হাইকোর্টের আদেশে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। ৮ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হয়েছে। জামিন শেষ হওয়ার পর আজ সোমবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।