জয়পুরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ১১:১৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

জয়পুরহাটের পশ্চিম রামকৃপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক সায়েম আলী (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো চারজন আহত হয়েছেন। নিহত সায়েম সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের আ. বারিকের ছেলে।

শুক্রবার বিকেলে গুরুতর আহত অবস্থায় সায়েমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হলে তার মৃত্যু হয়।

আহতরা হলেন, সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কৃষ্ণ মার্ডির ছেলে পরিমল মার্ডি, একই গ্রামের খালেকুলের ছেলে ফারুক হোসেন (২৮), আনোয়ার হোসেনের ছেলে আবু জাফর বিদ্যুৎ (২০) ও শ্রী কৃষ্টের ছেলে নির্মল চন্দ্র (৩৫)। এদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নির্মল মান্ডি ও আল-আমিন হাসান জানান, সীমান্তের দূগর এলাকার জিরো পয়েন্টের একটি খালে স্থানীয় কয়েকজন যুবক মাছ ধরতে যায়। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করলে তারা দ্রুত গ্রামের ভেতর চলে আসেন। পরে বেলা ১২টার দিকে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত তাদের পিছু নিয়ে অন্তত ৪০০ গজ গ্রামের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।

এ সময় তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ সায়েম আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তারা আরো জানান, চোরাকারকারীরা অবাধে বাংলাদেশ-ভারত যাতায়াত করে থাকে। আর তাদের ধরতে প্রায়ই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমানায় ঢুকে গ্রামবাসীদের ওপর অত্যাচার করে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কতৃপক্ষকে প্রায়ই অবগত করা হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া ভুটিয়াপাড়া বিওপি ক্যাম্পে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।